নগরীর টিটিসি’র মোড়ে সেলুন পাঠাগার ২৬ তম শাখার উদ্বোধন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর দিল হেয়ার ড্রেসার সেলুনে পরীক্ষামূলক উদ্বোধন হলো সেলুন পাঠাগারের ২৬তম শাখার। আজ রোববার বিকালে নগরীর সপুরা এলাকার টিটিসি’র মোড়ে সেলুন পাঠাগারের উদ্বোধন করা হয়।

কেন্দ্রীয় কিশোর পাঠাগার রাজশাহীর উদ্যোগে ও কবি এম আমজাদ আলী স্মৃতি পরিষদের সহযোগিতায় সেলুন পাঠাগারের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো: হাসনাত কবীর।

কেন্দ্রীয় কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সেলুন পাঠাগারের উদ্যোক্তা সোহাগ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি এম আমজাদ আলী স্মৃতি পরিষদের সহ সভাপতি সালে মোহাম্মদ তপন, থ্রী ষ্টার ওপেন স্কাউট রাজশাহীর সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিষ্টার সালেহ হামিম টুটুল, খাজা স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউন আহসান খোকা, প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার সভাপতি মোমিনুল ইসলাম, কেন্দ্রীয় কিশোর পাঠাগার কোষাধ্যক্ষ আব্দুল খলেক, দিল হেয়ার ড্রেসারের মালিক দিন মোহাম্মদ।

সেলুন ভিত্তিক বইপড়া কর্মসূচির উদ্যোক্তা কেন্দ্রীয় কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা সোহাগ আলী জানান, রাজশাহী মহানগরীতে ৩০টি ওয়ার্ডে ৩শ পাঠাগার করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। কারণ কর্মব্যস্থতার মধ্যে সবার গণগ্রন্থাগারে গিয়ে বইপড়ার সময় হচ্ছেনা। তাই হাতের কাছেই বইপড়ার ব্যবস্থা করতে চাই।

তিনি আরো জানায় সেলুন ভিত্তিক পাঠাগার এটাই দেশের প্রথম, কারণ এর আগে কেউ একসাথে তিনশ সেলুন ভিত্তিক পাঠাগার করার উদ্যোগ নেইনি। কেন্দ্রীয় কিশোর পাঠাগারই প্রথম এই পদক্ষেপ গ্রহণ করেন যা রাজশাহী মহানগরী থেকে কার্যক্রম শুরু হয়েছে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *