মহান বিজয় দিবস উপলক্ষে রাসিক মেয়রের বাণী

রাজশাহী লীড

প্রেস বিজ্ঞপ্তি:
মহান বিজয় দিবস উপলক্ষে বাণী প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বাণীতে তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালে ভূ মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। পাকিস্তানী শাসকগোষ্ঠীর নিষ্ঠুর গণহত্যার বিরুদ্ধে বাঙালি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সবাই স্বাধীনতা অর্জনের জন্য সংগঠিত হয়।

হানাদার বাহিনীর বর্বরতার বিরুদ্ধে রক্তাত্ব সংগ্রাম শুরু হয় ১৯৭১ এর ২৬ মার্চ। প্রায় ৯ মাস যুদ্ধের পর ১৬ ডিসেম্বর লাল সবুজের বিজয় পতাকা ওড়ে। বিজয় অর্জনের জন্য প্রায় ৩০ লাখ বাঙালিকে জীবন দিতে হয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ২০২১ সালকে সামনে রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আদলে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশ হিসাবে পরিণত করার জন্য নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। ঐতিহাসিক বিজয় দিবসে দরিদ্রতার বিরুদ্ধে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমি সবাইকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানাই।

আমি দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করছি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *