রাজশাহীতে এইচআইভি-এইডস প্রতিরোধে কল্পে সেনসিটাইজেশান সভা অনুষ্ঠিত

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এইচআইভি-এইডস প্রতিরোধে কল্পে সেনসিটাইজেশান সভা অনুষ্ঠিত হয়েছে। লাইট হাউস, প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস ফর কী পপুলেশন ইন বাংলাদেশ, দি গ্লোবাল ফান্ড প্রজক্টের আওতায় লাইট হাউস, রাজশাহী ড্রপ-ইন সেন্টারের উদ্দ্যেগে এ সভা অনুষ্ঠিত হয়।

গতকাল রোববার সকাল ১০ টার দিকে রাজশাহী সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন, রাজশাহী জেলার সিভিল সার্জন ডা. মো. কাজি মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (মতিহার জোন) মাসুদ রানা। চাঁপাইনবাবগঞ্জ ড্রপ-ইন সেন্টার ম্যানেজার সালাহ উদ্দীন জুয়েলের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, লাইট হাউস প্রধান কার্যালয় হতে আগত প্রকল্প স্পেশিয়ালিষ্ট এসএম মনোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, এমওসিএস ডা. মো. কামরুল হাসান, রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সেলর আবদুস সোবহান লিটন ও বজলুল হক।

সভায় লাইট হাউসের পরিচিতি ও কার্যক্রম এবং বিগত ৩ মাসের অর্জন নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও এইচআইভি-এইডস কি, প্রতিরোধের উপায়সমূহ এবং এইচআইভি প্রতিরোধে স্বাস্থ্য সেবাপ্রদানকারী সংস্থা, ধর্মীয়নেতা, সাংবাদিক, শিক্ষক, আইনজীবি, সুশীল সমাজ ও আইন প্রয়োগকারী সংস্থার ভুমিকা নিয়ে আলোচনা করা হয়।

এইচআইভি/এইডস ছড়ানোর ক্ষেত্রে ঝুকিপূর্ণ জনগোষ্ঠী মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের প্রতি সদয় হওয়া এবং মানবিক আচরণ করার জন্য আহবান জানানো হয়।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *