পহেলা জানুয়ারি রাজশাহী নগরীর ৩০টি ওয়ার্ডে অনুষ্ঠিত হবে পরিচ্ছন্নতা র‌্যালি

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নতুন বছরের প্রথম দিনে রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে এক যোগে পরিচ্ছন্ন বিষয়ে র‌্যালি বের করবে রাজশাহী সিটি কর্পোরেশন।

‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ এ শ্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা বিষয়ে প্রচারণা ও জনসচেতনতা সৃষ্টিতে উদ্বুদ্ধকরণ র‌্যালি অনুষ্ঠিত হবে।

এ লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির অনুষ্ঠিত সভায় এ তথ্য জানান কমিটির সভাপতি ও প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু। মঙ্গলবার দুপুরে নগর ভবনে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বছর ব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সকল সরকারি প্রতিষ্ঠান প্রধান, প্রতিটি মসজিদের ইমাম, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে পৃথক পৃথক সভার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় পরিচ্ছন্ন বিভাগের কর্র্মচারীদের পোশাক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় কমিটির সদস্য ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা অনন্য ইসলাম নির্ঝর, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং তাসনিম আরা উপস্থিত ছিলেন।

স্ব.বা/শা 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *