রুয়েটে ৩ দিনব্যাপী বৈদ্যুতিক, কম্পিউটার ও টেলিযোগযোগ প্রকৌশল বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

রাজশাহী লীড শিক্ষা

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী বৈদ্যুতিক, কম্পিউটার ও টেলিযোগযোগ প্রকৌশল বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ এইচ রশিদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট উপাচার্য মোঃ রফিকুল ইসলাম শেখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ হিরোইকি ওকাদা ও আইইইই বাংলাদেশ বিভাগ, চেয়ার সেলিয়া সাহনাজ।

সম্মেলনের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন, রুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক। সম্মেলনের সার্বিক দায়িত্বে ছিলেন রুয়েটের সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোঃ বশির উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন, রুয়েটের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেন, কারিগরি সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ ফারুক হোসেন, কারিগরি চেয়ার অধ্যাপক ডাঃ মোঃ জহুরুল ইসলাম সরকার, টেকনিক্যাল পৃষ্ঠপোষক ডঃ মোঃ আব্দুল গোফর খান, প্রযুক্তিবিদ পৃষ্ঠপোষক অধ্যাপক ডঃ মোঃ শহীদুজ্জামান, পরিচালক আইইএস অধ্যাপক ডঃ মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষার্থী কল্যাণ বিভাগের উপ-পরিচালক মোঃ মামুনুর রশিদসহ বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, পরিচালকবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

তিন দিনব্যাপী এই আর্ন্তজাতিক কনফারেন্সে বাংলাদেশ, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, ভারতের গবেষকবৃন্দ গবেষণাপত্র উপস্থাপন করেন ও অভিজ্ঞতার আদান-প্রদান হবে।

কনফারেন্সে মোট গবেষণাপত্র রেজিষ্টেশন হয়েছিল ৩১৮ টি এবং উপস্থাপনের জন্য অনুমোদন পেয়েছে ৭৬ টি গবেষণাপত্র।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *