রাজশাহীতে রাসেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে রাসেল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সকালে ২১ নং ওয়ার্ড থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: ইসমাইল, নিহত রাসেলের স্ত্রী বর্ষা, মা আনোয়ারা বেওয়া, ভাই আনোয়ার হোসেন (রাজা) ও সহ সম্পাদক মহানগর যুবলীগের শরিফুল ইসলাম।

মানববন্ধনে সকল আসামিদের সুষ্ঠু বিচার করে ফাঁসি দাবি জানানো হয়। মানববন্ধনে স্লোগানের মধ্যেমে আসামিদের ফাঁসি কার্যকর করে এই হত্যার কলঙ্কমুক্ত করতে হবে বলে দাবি করা হয়।

প্রসঙ্গ, গত ১৩ নভেম্বর বুধবার দুপুরে রাজশাহী রেল ভবনে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে রাসেলসহ আরো অন্তত পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মৃত্যুবরণ করেন।

এ ঘটনার নগরীর চন্দ্রিমায় থানায় নিহত রাসেলের ভাই মনোয়ার হোসেন রনি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। তবে মূল অভিযুক্তরা এখনও ধরা ছোয়ার বাহিরে।

স্ব.বা/শা 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *