১১ দফা দাবিতে চলামান রাজশাহী পাটকল শ্রমিকদের আন্দোলনে এমপি বাদশা’র সংহতি প্রকাশ

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী পাটকল শ্রমিকদের আন্দোলনে সংহতি প্রকাশ করলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বকেয়া বেতন ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন চলছে রাজশাহী পাটকল শ্রমিকদের।

সোমবার সকাল থেকেই জুটমিলের প্রধান ফটকে আমরণ অনশন কর্মসূচী শুরু হয়। এ সময় শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনে সংহতি প্রকাশ করে

শ্রমিক সভাপতি জিল্লুর রহমান বলেন, সরকারি-বেসরকারি অংশীদারীর সিদ্ধান্ত বাতিল, কাঁচা পাট কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবি না মানা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে।

তিনি আরও বলেন, দাবি আদায়ের লক্ষ্যে গত ২৩শে নভেম্বর থেকে সভা, বিক্ষোভ মিছিলসহ ধর্মঘটের মত কর্মসূচিও পালন করে দেশের ১২টি রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা।

এর মধ্যে রাজশাহীতে একটি, খুলনায় নয়টি, নরসিংদী একটি ও চট্টগামে একটি। দাবি আদায় না হওয়ায় আমরণ অনশন কর্মসূচি পালন করছে তারা।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *