মুজিববর্ষ উপলক্ষে ১৪ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা বিষয়ক প্রচারণা র‌্যালি অনুষ্ঠিত

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকি উপলক্ষে পরিচ্ছন্নতা বিষয়ে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে রাসিক। এ কর্মসূচী বাস্তবায়নের জন্য বছরের প্রথম দিন পরিচ্ছন্নতা বিষয়ক প্রচারণা র‌্যালি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচীর অংশ হিসেবে ১ জানুয়ারি বুধবার বিকেল ৪টায় নগরীর ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর আনোয়ার হোসেন (আনার) এর নেতৃত্বে এক পরিচ্ছন্নতা বিষয়ক প্রচারণা র‌্যালি অনুষ্ঠিত হয়। ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র‌্যালিটি উত্তরা ক্লিনিকেন মোড় হয়ে উপশহর নিউমার্কেটের সামনে দিয়ে ক্যান্টনমেন্ট চত্বর ঘুরে পুনরায় কাউন্সিলর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে রাসিক মেয়র পত্নী ও রাজশাহী মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শাহীন আক্তার রেণী, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন (আনার), ওয়ার্ড সচিব শাহজাহান আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সর্বস্থরের জনসাধারণ অংশ নেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল পরিচ্ছন্নতা বিষয়ক লেখা সম্বলিত বিভিন্ন প্লেকার্ড। প্লেকার্ডের লেখাগুলো হচ্ছে, দয়া করে ড্রেনে পলিথিন, ময়লা-আবর্জনা, ইট, বালি, কাঠ, পানির বোতল ফেলবেন না, ব্যক্তিগত মাটি, রাবিশ, ইট, বালি রাস্তাায় না রেখে নিজ দায়িত্বে অপসারণ করুন, ড্রেনের মধ্যে আবর্জনা ফেলবেন না, আপনার বাসাবাড়ীর আবর্জনা যত্রতত্র না ফেলে সিটি কর্পোরেশনের ভ্যানে দিন, ঝোপঝাড়, জঙ্গল, কচুরিপানা, জলাবদ্ধ স্থান নিজ দায়িত্বে পরিস্কার করুন, এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার, নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি’ ইত্যাদি।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *