আট মাস ধরে নিখোঁজ বাগাতিপাড়ার বাক প্রতিবন্ধী “সুমি”

রাজশাহী লীড

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় নিখোঁজের আট মাসে পেড়িয়ে গেলেও সন্ধান মিলছেনা বাক প্রতিবন্ধী সুমি খাতুনের (১৫)।

২০১৯ইং সনের ৩ এপ্রিল সকালে বাড়ি থেকে বের হয় সে। কিন্তু দিন পেরিয়ে গেলেও সুমি ফিরে না আসায় শুরু হয় সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি। কয়েক দিন খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে তার (সুমির) বাবা খোদাবক্স বাদি হয়ে ১০ এপ্রিল বাগাতিপাড়া মডেল থানায় একটি ডায়েরি করেন, যার নাম্বার -৩৩৬।

উপজেলার দয়ারামপুর এলাকার তালতলা গ্রামের দরিদ্র কৃষক খোদাবক্সের মেয়ে সুমি খাতুন।

খোদাবক্স মেয়ের বর্ণনা দিয়ে বলেন আমার মেয়ে সুমি খাতুন জন্ম থেকেই বাক প্রতিবন্ধী। তার উচ্চতা ৪ ফুট, গায়ের রং শ্যামলা, মাথার চুল লম্বা এবং সে যখন বাড়ি থেকে যায় তখন তার পরনে ছিলো সেলোয়ার-কামিজ।
তিনি কান্না জড়িত কন্ঠে বলেন আমার মিয়াকে অনেক খোঁজখুঁজি করছি কিন্তু কোনো খোইজ পাচ্ছি না। আপনেরা আমার মিয়াকে আইনে দেন।

এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, ১৫ বছর বয়সী বাক প্রতিবন্ধী মেয়ে সুমি খাতুন নিখোঁজের অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা আমাদের আইনিপদক্ষেপ নিয়েছি এবং জোরালো ভাবে সুমিকে উদ্ধারের জন্য কাজ অব্যাহত আছে, সাথে সাথে সুমির বিষয়ে সারা বাংলাদেশের ওসিদের বার্তা পাঠিয়েছি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *