নগর ভবনে চালু হলো ‘বঙ্গবন্ধু কর্ণার’

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার:রাজশাহীর নগর ভবনে চালু হলো ‘বঙ্গবন্ধু কর্ণার’। রোববার দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে এ কর্ণারের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোশেনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতিকে ধরে রাখতে ও বঙ্গবন্ধু সর্ম্পকে মানুষকে জানাতে নগর ভবনে বঙ্গবন্ধু কর্ণার প্রতিষ্ঠা করা হলো। এখানে যারা আসবেন তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পেরে বঙ্গবুন্ধুকে জানার আগ্রহ তাদের বেড়ে যাবে। মেয়র বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানের মধ্যে এটিই প্রথম যাত্রা শুরু হলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান। এছাড়াও বক্তব্য দেন সাবেক এমপি ও মন্ত্রী অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার, সিটি করপোরেশনের সাবেক মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল হাদি, মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক প্রমুখ।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর প্রতীক শামসুল আলম, জেলার সাবেক ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুল হক, মুক্তিযোদ্ধা নূর কুতুব উল মান্নান, সাবেক মহানগর কমান্ডার ডা. আব্দুল মান্নান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নওশের আলী প্রমুখ।

সম্প্রতি নগর ভবনে ‘বঙ্গবন্ধু কর্ণার’ প্রতিষ্ঠার উদ্যোগ নেন মেয়র খায়রুজ্জামান লিটন। সেই ধারাবাহিকতায় এ কর্ণারের উদ্বোধন করা হলো। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রথম প্রতিষ্ঠান হিসেবে এই কর্ণার প্রতিষ্ঠিত হলো। বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার দুর্লভ আলোকচিত্র ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই স্থান পেয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *