প্রেস বিজ্ঞপ্তি:
গতকাল রাতে রাজশাহী সদর-২, ১৭ নং ওয়ার্ড ভাড়লি পাড়ায় মহাহোট প্রার্থী নৌকা মার্কার কান্ডারী জননেতা ফজলে হোসেন বাদশার নির্বাচনী প্রচারণার পোস্টার পুড়িয়ে ফেলেছে বি.এপ.পি জামাতের লোকেরা।
এমন অপকর্মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে মহানগর যুবলীগের সভাপতি মোঃ রমজান আলি। আজ সকালে ১৭ নং ওয়ার্ডে নৌকার পক্ষে প্রচার মিছিল করে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থণা করেন, এর পাশাপাশি নিজেদের সচেনতা বৃদ্ধির জন্য এবং অন্যায় এর বিরুদ্ধে সোচ্চার হবার জন্য পরামর্শ দেন।


সাধারণ মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন নৌকায় ভোট দিলে দেশ উন্নয়ন হয়, ধানের শীষে ভোট দিলে দেশে জঙ্গীদাবের বিস্তার ঘটে, বর্তমান প্রতিপক্ষ এই মিজানুর রহমান মিনু জঙ্গীবাদ উত্থানের মূল কারীগড়ের একজন। আপনার এখন সচেতন, নিজের ভালো নিজে বুঝবেন, নিজের সন্তানের কথা চিন্তা করবেন, তাদের আগামী ভবিষ্যৎ এর কথা চিন্তা করবেন, যদি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান তবে নৌকার মার্কায় ভোট দিন, আর উন্নয়ন বুঝে নিন।
Spread the love
95 - 95Shares