বিদায় বেলা কাঁদলেন এবং কাঁদালেন নাটোরের ইউএনও

রাজশাহী লীড

নাটোর প্রতিনিধিঃ সিংড়ার অন্ধ বাউল মানিক চাঁদ। পৌর শহরের বিভিন্ন মোড়ে বা চা স্টলে গান করতে দেখা যায়। বাড়ি উপজেলার কলম ইউনিয়নের মহশেচন্দ্রপুর গ্রামে।

নিজের কোন জায়গা বা সম্পত্তি না থাকায় এ অন্ধ বাউলকে উপজেলা পরিষদ থেকে ৪ শতাংশ খাস জায়গা দলিল করে দেয়া হয় এবং একটি প্রকল্প থেকে ১ লক্ষ টাকা দিয়ে বাড়ি নির্মাণ করে দেয়া হয়।

এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন আর্থিক সহায়তা দেন সিংড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।

সেই ইউএনওর বদলি জনিত বিদায়ী মুহূর্তে কান্নায় ভেঙ্গে পরেন অন্ধ বাউল মানিক চাঁদ। ইউএনও তাঁকে সান্ত¡না দিতে গিয়ে নিজেও কেঁদে ফেলেন। এমন একটি মুহূর্ত দেখে সবাই আবেগাপ্লুত হয়ে যান।

শুধু অন্ধ বাউলই নয়, ইউএনওথর বিদায়ে কেঁদেছেন সিংড়ার বিভিন্ন দফতরের অফিসার, কর্মচারীও।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *