মুজিববর্ষ উপলক্ষ্যে রাজশাহীতে বছরব্যাপী রক্তদান কর্মসূচির উদ্বোধন করলেন নারীনেত্রী রেনী

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, রেডক্রিসেন্ট সিটি ইউনিটের সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষ্যে রেডক্রিসেন্ট রক্তকেন্দ্র বছরব্যাপী রক্তদান কর্মসূচির আয়োজন করবে। বঙ্গবন্ধু সপরিবারে জীবন দিয়েছেন দেশের মানুষের জন্য।

জাতীয় চার নেতাসহ ত্রিশ লাখ শহীদের রক্ত¯œাত পূণ্যভূমি বাংলাদেশ। তাদের এই রক্তদানের প্রতি সম্মান জানাতে আসুন সবাই মিলে “রক্তদিন জীবন বাঁচান” কর্মসূচিকে সফল করি। কারণ আপনার এক ব্যাগ রক্ত একটি মূমুর্ষূ রোগীর জীবন বাঁচাতে পারে। স্বেচ্ছাই রক্তদান একটি বড় ইবাদত।

মুজিববর্ষ উপলক্ষ্যে রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্র রাজশাহী বর্ষব্যাপী স্বেচ্ছাই রক্তদান কর্মসূচি প্রস্তুতিমূলক সভা ও রক্তদান কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এ সময় মুজিববর্ষ সকল প্রতিষ্ঠানকে তাদের কর্মসূচিতে রক্তদান কর্মসূচি রাখার আহবান জানান।

রেনী আরো বলেন, দেশের মোট জনগোষ্ঠীর এক বিরাট অংশ যুব সমাজ এরা আমাদের বোঝা নয়, সম্পদ। তাদের যথাযথভাবে কাজে লাগাতে হবে। তাদের প্রতিদিনের একটি ভাল কাজ পুরো দেশটাকে বদলে দিতে পারবে। অসহায় মানুষের পাশে দাড়ানোর ব্রত নিয়ে রেডক্রিসেন্টের যুব সদস্যরা যে কাজ করছে তার প্রশংসা করেন। সমাজকে বদলে দেওয়ার লক্ষ্যে যুব সমাজকে কাজে লাগাতে হবে। পরে তিনি রেডক্রিসেন্ট স্কুল পরিদর্শন করেন। তিনি রক্তদাতা ও যুব সদস্যদের মিষ্টি মুখ করান।

সভায় সভাপতিত্ব করেন রেডক্রিসেন্ট সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু। বক্তব্য রাখেন ইউনিট নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম। সঞ্চালনায় যুব প্রধান শিমুল হোসেন। সভার পূর্বে স্বেচ্ছাই রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *