এবার রাজশাহীতে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ শিক্ষার্থী

রাজশাহী লীড শিক্ষা

স্টাফ রিপোর্টার: আগামী ৩ ফেব্রুয়ারি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় রাজশাহী বিভাগের আট জেলা থেকে এবার (২০২০ খ্রিষ্টাব্দে) প্রায় ২ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ১ হাজার ৮৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৪২৩ জন। আর ছাত্রী ৯৬ হাজার ৬৬৩ জন। গত বছর এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৪ হাজার ৫শ ৮৬ জন।

২০১৮ খ্রিষ্টাব্দের তুলনায় ২০১৯ খ্রিষ্টাব্দে প্রায় ১০ হাজার শিক্ষার্থী বাড়লেও ২০২০ খ্রিষ্টাব্দে এসে পরীক্ষার্থীর সংখ্যা আগের বছরের চেয়ে প্রায় ৩ হাজার কমেছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোকবুল হোসেন বলেন, বিভাগের আট জেলায় এবার ২৬০টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারও প্রশ্নফাঁস রোধে আমরা সতর্ক রয়েছি। পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *