রাজশাহীর কামারুজ্জামান চিড়িয়াখানায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: ভারতের ‘স্বচ্ছতায় সেবা’ ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন এবং রাজশাহী সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে শহরের শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় এই কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার সকালে ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

এ সময় রাজশাহী সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি অংশ নেন।

এছাড়া কর্মসূচিতে সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুনসহ সিটি করপোরেশন এবং ভারতীয় সহকারী হাইকমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযান শেষে চিড়িয়াখানার ভেতরে একটি গাছের চারা রোপণ করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *