আরএমপি’র বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন আইজিপি

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার- এ স্লোাগান নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপি আরএমপি পুলিশ লাইন্স মাঠে এ বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

আরএমপি’র পুলিশ কমিশনার হুমায়ুন কবির বিপিএম, পিপিএম’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিআইডি’র প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম ও রাজশাহী রেঞ্জ ডিআইজি এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, রাজশাহী জেলা আ’লীগ সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাবেক মন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, সাবেক এমপি আখতার জাহান, রাজশাহীস্থ ভারতীয় সহকারি হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি, রাবি’র প্রক্টর লুৎফর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড ডা. আব্দুল মান্নানসহ আট জেলার পুলিশ কর্মকর্তাগণ।

বার্ষিক পুলিশ সমাবেশের প্রথমে মনোরম প্যারেড প্রদর্শন করেন আরএমপি’র চৌকোষ প্যারেড দল। এরপর বেলুন ফেস্টুন উড়িয়ে বার্ষিক পুলিশ সমাবেশ-২০২০ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।

ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *