রাজশাহী বিজিবি’র উদ্দ্যেগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিজিবি’র অধীনস্থ খরচাকা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার গরীব, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ রবিবার বিকাল ৩টার দিকে খরচাকা বিওপি’র গহমাবোনা মাদ্রাসা মাঠে ২০০ গরীব, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন ১ বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিপিএম।

কম্বল বিতরণ শেষে মাদ্রাসা মাঠে সেক্টর কমান্ডারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অবৈধভাবে সীমান্ত পারাপারের ফলে অনাকাঙ্খিত ঘটনার পরিনতি এবং এ বিষয়ে সীমান্তে বসবাসকারী জনসাধারণের করণীয়, বাংলাদেশী রাখাল কর্তৃক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে গবাদিপশু চরানো, অস্ত্র ও মাদক চোরাচালান, মাদক সেবনের কুফল, পুশইন প্রতিহত এবং নদী পথে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে মাছ না ধরার বিষয়ে প্রেষণা প্রদান করা হয়।

এ সময় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক, উপ-অধিনায়ক এবং কোয়ার্টার মাষ্টার উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৩০০-৩৫০ জন উপস্থিত ছিলেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *