শহীদ কামারুজ্জামানের কবরে রুয়েটের নবনির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দের শ্রদ্ধা

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নব-নির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক নেতারা। এ সময় শহীদ কামারুজ্জামানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষক নেতারা এক মিনিট নিরবতা পালন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোআ মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, রুয়েট শিক্ষক সমিতির নব-নির্বাচিত সভাপতি প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ রবিউল আওয়াল, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিয়া মোঃ জগলুল সাদত, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. মোঃ আলী হোসেন, কোষাধ্যক্ষ ড. মোঃ রবিউল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মোঃ ইলিয়াস রহমান, সদস্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান, ড. বরুন কুমার দাস, প্রনব দাস, মোঃ রাকিব হোসেন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ রুয়েট শাখার সভাপতি প্রফেসর ড. আশরাফুল আলম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. কামরুজ্জামান রিপন, রুয়েটের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন, রুয়েট ছাত্রকল্যাণ উপদেষ্টার উপ-পরিচালক সহকারী অধ্যাপক মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক আবু সাঈদ, রুয়েট অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক মুফতি মাহমুদ রনিসহ বঙ্গবন্ধু পরিষদ সমর্থিত প্যানেল থেকে নব-নির্বাচিত সকল নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত রবিবার (৯ ফেব্রুয়ারি ২০২০ইং) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে (২০২০-২০২১) ১১টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বঙ্গবন্ধু পরিষদ মনোনীত শিক্ষক প্যানেল।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *