রাজশাহীর উন্নয়নে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং রাসিক মেয়র লিটনকে অভিনন্দন জানিয়েছেন ডাবলু সরকার

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়নে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প জাতীয় অর্থ কমিটির (একনেক) সভায় অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজশাহীর উন্নয়নে এই বিশাল বরাদ্দ দেয়ার জন্য রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন  রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

রাজশাহীর উন্নয়ন প্রকল্প পাস হওয়ার পর প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা  এবং রাসিক মেয়র লিটনের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানান ডাবলু সরকার।

এ দিকে ৩ হাজার কোটি টাকায় নতুন সাজে সাজবে তিলোত্তমা রাজশাহী নগরী। ১০৭ ধরনের কাজের বিপরীতে এই টাকা খরচ হবে।

এর মধ্যে উল্লেখযোগ্য কাজ হবে নগরীর ভিতর দিয়ে যাওয়া তিনটি মহাসড়ক প্রশস্তকরণ, রেলক্রসিংয়ের ওপর দিয়ে ৬টি ফ্লাইওভার স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে ১২টি ওভারব্রিজ নির্মাণ, এক হাজার ৮০০টি গলির রাস্তা সংস্কার ও নির্মাণ এবং তিনটি বিনোদনকেন্দ্রের উন্নয়ন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *