কাদিরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১০০ বছর পালন

রাজশাহী লীড শিক্ষা

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে “গৌরবের ১০০ বছরপূর্তি-২০২০” দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে বেলুন ও ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শতবর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন নগর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহিন আকতার রেণী।

এরপর বেলা ১০টার দিকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেল অতিথি বরণ ও বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাতে আতশবাজী উৎসবের মধ্য দিয়ে গৌরবের ১০০ বছরপূর্তি অনুষ্ঠানের সমাপনী ঘটে।

শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও স্কুলের প্রধান শিক্ষিকা সাহানা নাসরীনের সভাপতিত্বে ১০০ বছরপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, রাসিকের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম তজু ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মোমিনসহ ছয় শতাধিক প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *