নগর ভবনের গ্রিনপ্লাজায় অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার:
রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনের গ্রিনপ্লাজায় অগ্নি নিবার্পণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে অগ্নি নিবার্পণ যন্ত্রের মাধ্যমে আগুন নিভিয়ে এই মহড়ার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় মেয়র বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে অগ্নি নির্বাপণসহ বিভিন্ন উদ্ধার কাজ পরিচালনা করেন। আমাদের সকলের উচিত তাদের সার্বিক সহযোগিতা করা। কোথাও কোন দুর্ঘটনা বা অগ্নিকাÐের ঘটনা ঘটলে উৎসুক জনতারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের উপর ক্ষিপ্ত হন। এটি উচিত নয়। কারণ তারা আমাদেরকে সহযোগিতার জন্যেই আসেন।

এ সময় রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন, ইন্সপেক্টর মোঃ আবু শামা, সিনিয়র স্টেশন অফিসার মোঃ আব্দুর রউফ, ইন্সপেক্টর ফায়ার সার্ভিস-২ মোঃ আবু হাসেম রনি, স্টাফ অফিসার মোঃ রাশেদুর রহমান, রাসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

এরআগে সকালে নগর ভবন সিটি হল রুমে অগ্নি প্রতিরোধ নির্বাপন ও উদ্ধার বিষয়ে রাসিকের কর্মকর্তা-কর্মচারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *