১৩ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে সৌর প্যানেলের উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার:
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষে সৌর প্যানেলের উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার রাতে নগরীর ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল মমিনের কার্যালয়ে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার একটি প্রকল্পাধীন এই সৌর প্যানেলের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাও উপস্থিত ছিলেন। এছাড়াও অত্র ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মমিন সচিব সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনস্বার্থে ওয়ার্ড কাউন্সিলরদের কার্যালয়গুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে প্রকল্প দিয়েছেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। খুব স্বল্প সময়ের মধ্যে নগরীর বাকি ২৯টি ওয়ার্ডের কাউন্সিলর এবং ১০ জন সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলরদের কার্যালয়ও সৌর বিদ্যুতের আওতায় আসবে। ফলে সঞ্চালন লাইনের বিদ্যুৎ চলে গেলে সঙ্গে সঙ্গেই সৌর বিদ্যুৎ চালু হয়ে যাবে। এতে কার্যালয়গুলোতে কাজে কোনো বিঘন ঘটবে না। নাগরিক সেবার মান বাড়বে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *