রুয়েট শিক্ষার্থীদের উদ্ভাবিত উদ্বোধন করেন ভিসি ড. রফিকুল ইসলাম সেখ

রাজশাহী লীড শিক্ষা

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইসিই (ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং) বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ভাবিত Robot hallonik উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংক্রিয়ভাবে চালুর মাধ্যমে Robot hallonik কার্যক্রম শুরু করে।

এসময় আরোও উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন, গবেষণা ও সম্প্রসারণের পরিচালক ড. মোঃ ফারুক হোসেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মোঃ মামুনুর রশীদ ও আবু সাঈদ, Robot hallonik এর প্রকল্প পরিচালক এবং ইসিই বিভাগের সহকারী অধ্যাপক মোসাঃ তাসনীম বিনতে সাখাওয়াত এবং ইসিই বিভাগের ১৫ সিরিজের শিক্ষার্থী সাইফ, ফাহিম, ফিতনাতুল, ঐশীজ্যাতি, ওমর ফারুক ও আকিব।

ইসিই বিভাগের সহকারী অধ্যাপক মোসাঃ তাসনীম বিনতে সাখাওয়াতের তত্ত্বাবধানে ইসিই বিভাগের ১৫ সিরিজের শিক্ষার্থীরা Robot hallonik জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের জন্য উদ্ভাবন করেন।

রোবটটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোঃ মুনির চৌদুরী উদ্ভাবন করার জন্য রুয়েটকে প্রস্তাব দেন।

Robot hallonik টির বৈশিষ্ট হল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আগত দর্শনার্থীদের স্বাগত জানাবেন,সালাম দিবেন, খোজ-খবর নেওয়া সহ দেশ-বিদেশের নানারকম ভৌগলিক তথ্য দিতে সক্ষম।

এমনকি দর্শনার্থীদের ছবি তার স্মৃতিতে ধরে রাখতে পারবে। পরে সেই দর্শনার্থী আসলে পুনরায় তাকে চিনতে পারবেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *