নওশেরা মসজিদের মাইকে “কোভিড-১৯” নিয়ে জনসচেতনতামূলক বক্তব্য দিলেন মুক্তিযোদ্ধা “ডাবলু”

রাজশাহী লীড
নাটোর প্রতিনিধিঃ  নাটোরের বাগাতিপাড়ায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ থেকে মুক্তির জন্য নিজেদের করণীয় বিষয়ে মসজিদের মাইকে জনসচেতনতামূলক বক্তব্য দেন মুক্তিযোদ্ধা।
রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নাটোর জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম খান ডাবলু ব্যাক্তি উদ্যোগে  নওশেরা মহল্লার জামে মসজিদের মাইকে কোভিড-১৯ নিয়ে জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি বলেন, এই ভাইরাস নিয়ে ভীতু না হয়ে নিজেদেরকে সচেতন হতে হবে। সবসময় পরিস্কার পরিছন্ন থাকতে হবে অযথা বাহিরে ঘুরাঘুরি করা যাবেনা। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তিনি আরও বলেন, যারা ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে এই মহল্লায় এসেছেন তাদেরকে অন্তত ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য অনুরোধ জানান। পরে এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীকে হেফাজত করার জন্য মহান আল্লাহতালার নিকট ফরিয়াদ করেন তিনি। এবং অন্যান্য ধর্ম অবলম্বিদের প্রতি আহ্বান জানান তারা যেনো এই মহামারি থেকে রেহাই পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
সেসময় মহল্লার প্রধান সহ মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং নওশেরা যুব কল্যাণ সংঘ’র সভাপতি ও বেশকিছু সদস্য উপস্থিত ছিলেন।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *