রাজশাহীতে করোনা রোধে জননী গ্রন্থাগারের স্প্রে

রাজশাহী

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ‘আসুন সচেতন হই, বিনা কাজে বাড়ীর বাহির না হই’ এই ¯েøাগানকে সামনে রেখে করোনা ভাইরাস প্রতিরোধে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার স্প্রে কার্যক্রম অনুষ্ঠিত। বুধবার বিকেল ৫ টার দিকে জননী গ্রন্থাগারের উদ্যোগে এবং ১৬ নং ওয়ার্ড কাউন্সিলরের সহযোগিতায় করোনা ভাইরাস প্রতিরোধে কয়েরদাঁড়া খ্রীষ্টান পাড়া, বিলপাড়ার ১৪৫ বাড়ী, ড্রেন, স্কুল, রাস্তা, দোকানের গেট, অটো রিক্সা ও মটর সাইকেলে স্প্রে কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

কার্যক্রম পরিচালনা করেন, জননী গ্রন্থাগার এর লাইব্রেয়ান জান্নাতুল ফেরদৌস সোহানা, আহসান হাবীব বুলবুল ও মাইদুল জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার আর্থিক অসচ্ছলতার কারণে গরীব জনসাধারণকে খাদ্যদ্রব্য, সাবান, হ্যান্ড স্যানিটাইজার দিতে না পারার জন্য ক্ষমা প্রার্থনা করছি।

আজ বৃহস্পতিবার সুজানগর ও আশপাশ মহল্লায় স্প্রে কার্যক্রম করা হবে বলে জানানো হয় সংস্থার পক্ষ থেকে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *