বাঘায় সামাজিক দুরুত্ব বজায় রাখতে কঠোর হচ্ছে প্রশাসন

রাজশাহী

বাঘা প্রতিনিধি:
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখার কার্যক্রম চলছে। নিষিদ্ধ করা হয়েছে, অপ্রয়োজনে বাড়ির বাইরে এসে হাট-বাজার,চায়ের দোকান,কিংবা গুরুত্বপূর্ণ মোড়ে জনসমাগম। ওষুধ ও নিত্যপণ্যের দোকান ব্যতিত সবরকম দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে। তবে এসব নির্দেশনা মানছে না অনেকেই। তাই জনসমাগম নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব বাজায় রাখা ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বাঘা উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন মাঠে কঠোর অবস্থান নিয়েছে। দিনভর উপজেলার বিভিন্ন বাজার, সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে জনগণকে সচেতন করতে কাজ করেছেন তারা।

উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা, সহকারী কমিশনার(ভ‚মি) আলপনা ইয়াসমিনের সমন্বয়ে আইন শৃঙ্খলা বাহিনীর,পুলিশের একাধিক টিম সকাল-সন্ধ্যা মাঠে অবস্থান করছে। উপজেলাসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে মাইকিং করে সাধারণ মানুষকে বাইরে অহেতুক ঘোরাফেরা না করতে সচেতন করা হচ্ছে। শুক্রবার আবারো মাইকিং করে সচেতনতা করে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। মানুষের সমাগম দেখলেই সেখানে দ্রæত এলাকা ত্যাগ করে ঘরে থাকার নির্দেশ দিচ্ছেন। এ ছাড়া প্রাইভেটকার, রিকশা থামিয়ে যাত্রী ও চালকদের মাস্ক, হ্যান্ড গেøাভস আছে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে। উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা বলেন, করোনা ঠেকাতে স্বাস্থ্যবিধি মানতে হবে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *