তানোরে তরুনদের উদ্যোগে  মাস্ক,সাবান, চাল,ডাল ও শুকনো খাবার বিতরণ!

রাজশাহী
তানোর প্রতিনিধি: বাংলাদেশ সহ বিশ্বজুড়ে মহামারীর রূপ নেওয়া নভেল করোনা ভাইরাস (কভিট-১৯) মোকাবেলা করার লক্ষ্যে তানোর তানোর উপজেলার সরনজাই ইউপির ৯ নং ওয়ার্ডে হতদরিদ্র ও অসহায়  মানুষের মাঝে “সচেতনমূলক” দিকনির্দেশনা লিফলেট, মাস্ক,সাবান, মুড়ি ও খাবার চাল বিতরণ করেন সরনজাই ইউপির ৯ নং ওয়ার্ডের তরুণ সমাজ।
জানা গেছে, সরনজাই ৯নং ওয়ার্ডের তরুন সমাজের উদ্যোক্তা ওয়ার্ড যুবলীগের সভাপতি  কাউসার আলী বলেন, এখন সময় এসেছে নিজ এলাকার জন্য কিছু করার আমি বাংলাদেশের তরুণ সমাজ কে বলবো আসুন আমরা আপনারা সবাই মিলে এক হয়ে দেশ ও দশের জন্য কাজ করি।
এসময় সরনজাই ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মাহাতাব বলেন , করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে নিজেকে সতর্ক থাকতে হবে। এবং অন্যকে সতর্ক করতে হবে।
ইতিমধ্যে সরকার থেকে করোনাভাইরাস মোকাবেলা করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে
করোনাভাইরাস থেকে বাঁচতে ” সচেতনতামূলক” যে সমস্ত নির্দেশনা আসছে সেটা সবাইকে মেনে চলতে হবে। এবং বিনা  প্রয়োজনে নিজ ঘর থেকে বের হবেন না তাহলেই আমরা করোনাভাইরাস থেকে মুক্ত হতে পারব এবং আমাদের পরিবার কে ভাইরাসের  হাত থেকে রক্ষা করতে পারবস্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *