সামাজিক কল্যাণ সংস্থার চাল,ডাল,আলু ও পিঁয়াজ বিতরন

রাজশাহী

স্বদেশ বাণী ডেস্ক: রাজশাহীতে অসহায় মানুষের মাঝে চাল,ডাল,আলু ও পিঁয়াজ বিতরন সামাজিক কল্যাণ সংস্থার।  সংস্থার পক্ষ থেকে  নগরীর বড় বন গ্রাম বস্তি পাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষদের মাঝে  নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরন করা হয়।

সংস্থাটির সাধারন সম্পাদক সম্রাট আলী জানান, করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সরকারি নির্দেশনায় প্রত্যেক কে ঘরে অবস্থান(হোম কোয়ারেন্টাইন) থাকতে  হবে।
একমাত্র প্রয়োজন ব্যাতিত কেউ ঘর থেকে বের হতে পারবেন না সরকারিভাবে ঘোষনা হওয়ায় সমাজে অসহায়,দু:স্থ এবং দিন মুজুর খেটে খাওয়া মানুষগুলো সব থেকে বেশী বিপদগ্রস্থ হয়ে পড়েছে। এমতাবস্থায়,সমাজের ঐ সকল অসহায় মানুষদের কথা চিন্তা করে তারা এই সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
তিনি  বলেন, দেশের ক্রান্তিলগ্নে অসহায় মানুষগুলোর পাশে দাড়ানো সামর্থবানদের দায়িত্ব এবং কর্তব্য,সাহায্য সহযোগীতা নিয়ে দু:স্থদের পাশে থাকার এটিই সর্বোৎকৃষ্ট সময়, এসময়কালীন অনেকেই ঠিকমত দু-বেলা দু-মুঠো ভাত খেতে পারছে না। আমাদের আজকের এই সাহায্য সহযোগীতা যদি কিছু অসহায় মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে ,তাতেই আমাদের সার্থকতা।
এসময় উপস্থিত ছিলেন  সমাজিক কল্যণ সংস্থার সভাপতি মোঃ সাহানুর ইসলাম ও সাধারণ সম্পাদক সম্রাট আলী  ও সদস্যবৃন্দ ।
এসময় বিতরনে অংশ নেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফায়সাল আহমেদ, এস এম হাদি, বাবু শেখ, মামুন প্রমুখ।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *