শতবর্ষী বৃদ্ধা ভিক্ষুকে খাদ‌্য সহায়তা দি‌লেন মানবাধিকার কর্মী ‌দেওয়ান আঃ মা‌লেক

রাজশাহী

রওশন আলম,নওগাঁ: নওগাঁর মান্দায় আজ সোমবার সকাল ১০ টার সময় ১০২ বছরের বৃদ্ধা মানিকজানকে খাদ‌্য সহায়তা দি‌লেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন,নওগাঁ. এর সভাপ‌তি মানবাধিকার কর্মী দেওয়ান আব্দুল মা‌লেক। অনুদা‌নের ম‌ধ্যে র‌য়ে‌ছে চাল ১০ কে‌জি,ডাল ১ কে‌জি,লবণ ১ কে‌জি এবং তেল ১‌ কে‌জি।

শতবর্ষী বৃদ্ধা ভিক্ষুক মায়ের ভাগ্যে জুটেনি বয়স্ক ভাতা, বিধবা ভাতার কার্ড। মানিকজানের জম্ন ৯ সেপ্টেম্বর ১৯১৭ খ্রিঃ। নওগাঁ জেলার মান্দা থানার অন্তর্গত বারিল্যা সরকারপাড়া গ্রামে। বহু বছর আগেই হারিয়েছেন স্বামী আকবর আলী সরকারকে।প্রাণঘা‌তি করনার প্রাদুরভা‌বে গোটা বিশ্ব যখন অচল অবস্থা তখন চলমান লকডাউনে এই ভিক্ষুক বৃদ্ধা মা দীর্ঘদিন থেকে ঘরেই অবস্থান করছেন যার কারণে অনাহারে অর্ধাহারে কাটচ্ছে তার দিন। তারপরও পৌঁছেনি কোন সরকারী ত্রাণ দান-অনুদান।

মুজিব শতবর্ষের ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে শতবর্ষী এই বৃদ্ধা? কাউকে কিছুই বলার নাই। কারো কোন দোষ নাই। আমরা সবাই দেশপ্রেমিক। আর মানিকজান দেশদ্রোহী। সব দোষ শতবর্ষী বৃদ্ধা মা মানিকজান বেগমের।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *