বাংলাদেশকে উচ্চ আয়ের দেশের কাতারে নিতে হলে দেশে ১১ ভাগ জিডিপি অর্জন করতে হবে:পররাস্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী লীড
স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, জিডিপি উন্নয়নের একমাত্র মাপকাঠি নয়।কিন্তু সেটিকে মানদন্ড ধরে ২০৪১ সালে বাংলাদেশকে উচ্চ আয়ের রাষ্ট্রের কাতারে নিতে হলে শতকরা ১১ ভাগ জিডিপি অর্জন করতে হবে।২০১৯ সালে প্রবৃদ্ধি ৮ অথবা ৯ এর কাছাকাছি যেতে পারে।
শনিবার বেলা এগারটায় রাজশাহী জেলা প্রশাসন সভা কক্ষে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পরিকল্পনা, প্রয়োজন অনুযায়ী সরবরাহ ও গত দশ বছরের লক্ষ্যমাত্রা অর্জন আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।সরকারের প্রত্যাশা ২০৩০ সালের মধ্যে এসডিজি ১৭টি অভিষ্ট লক্ষ্যের প্রতিটি পুরন করতে পারবে।
কর্মশালায় রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তা,ব্যবসায়িক,সাংবাদিক প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের একশ দশ জন অংশ নেন।সেখানে এসডিজি বাস্তবায়নের অংশগ্রহণকারীদের ভূমিকা ও কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *