রাজশাহী জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে আড়াই টন চাল দিলেন ব্রেড বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতি

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে আড়াই টন চাল (২.৫)  প্রদান করলেন বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতি এবং বেনেতী ব্যবসায়ী রাজশাহী শাখার নেতৃবৃন্দ। আজ বুধবার দুপুর ১২ টায় রাজশাহী জেলা প্রশাসক মোঃ হামিদুল হকের হাতে আড়াই টন (২.৫) চাল প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির বিভাগীয় সভাপতি এবং বেনেতী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী, বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতি জেলা শাখার সভাপতি মোঃ সেলিম রেজা, সমিতির উপদেষ্টা এবং বেনেতী ব্যবসায়ী সমিতির আহ্বায়ক সভাপতি মোঃ মাহাবুব আলম, ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবু বাক্কার ও বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন প্রমূখ।

এ ব্যাপারে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির নেতৃবৃন্দ বলেন, বর্তমানে দেশের চলমান করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে গেছে বাজারসহ দোকানপাট। সে কারনে খাদ্য সংকটের মুখে পড়েছে ছিন্নমূল এবং স্বল্প আয়ের মানুষরা। অনেকে আবার ব্যবসা প্রতিষ্ঠান খুলতে না পারায় অসহায় দিন কাটাচ্ছেন।

সেই করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে বিপাকে পড়া লোকজনদের একটু সহায়তা করতে রাজশাহী জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে আড়াই টন চাল (২.৫)  প্রদান করা হয়েছে।

এই সংকট পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিম্ন আয়ের অসহায় মানুষদের জন্য খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলেও জানান ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির নেতৃবৃন্দ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *