বাঘা ও আড়ানী পৌরসভায় খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহী

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা ও আড়ানী পৌরসভায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পৃথকভাবে এই দুটি পৌরসভায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এর মধ্যে বাঘা পৌরসভার ৮০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল ও ৮২ টি পরিবারের মাঝে নগদ ৫০০ টাকা করে বিতরণ করেন মেয়র আবদুর রাজ্জাক ও প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু। নিজ নিজ ওয়ার্ড কাউন্সিলরদের সাথে নিয়ে তাঁরা দিনব্যাপি নগদ অর্থ ও চাল বিতরণ করেন।

এদিকে আড়ানী পৌরসভার নিজস্ব অর্থায়নে ১৪টি অসহায় অতিদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন মেয়র মুক্তার আলী। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী শামিম আহম্মেদ, কাউন্সিলর প্রমুখ।
এ বিষয়ে বাঘা পৌর মেয়র আবদুর রাজ্জাক বলেন, সরকার থেকে বরাদ্দকৃত ও পৌরসভার তহবিল থেকে প্রতিটি ওয়ার্ডের দরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌছে দেয়া অব্যাহত রয়েছে।

আড়ানী পৌর মেয়র মুক্তার আলী বলেন, দুর্যোগের মধ্যে পৌরসভার কোন মানুষ যেন কষ্টে না থাকে, সেই বিবেচনা করে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *