রাজশাহীতে নতুন আরও ৬৭ জন হোম কোয়ারেন্টাইনে

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নতুন করে আরও ৬৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে স্থানীয়সহ বিভিন্ন জেলা থেকে আগত এসব ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

রাজশাহীতে নতুন আসা ব্যক্তিদের মধ্যে ঢাকা থেকে ২৬ জন, নারায়ণগঞ্জ ২৫ জন, নাটোর ২ জন, শরীয়তপুর ১ জন, মুন্সিগঞ্জ ৬ জন, ফরিদপুর ৪ জন এবং মেহেরপুর থেকে ১ জন এসেছেন।

এছাড়াও স্থানীয় ২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। নতুন এই ৬৭ জনের মধ্যে সিটি করপোরেশন এলাকার মধ্যে ১৪ জন, বাঘায় ১১ জন, দুর্গাপুরে ২৩ জন এবং মোহনপুরে ১৯ জন এসেছেন।

জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, লকডাউনেও প্রতিদিন বিভন্ন জায়গা থেকে রাজশাহীতে মানুষ প্রবেশ করছে। গত ২৪ ঘন্টায় নতুন ৬৫ জন এসছেন। রাজশাহীতে এই পর্যন্ত ৪ জন করোনা আক্রান্ত কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। এখন বাইরে থেকে লোকজন আসা রাজশাহীর জন্য ঝুঁকিপূর্ণ।

তিনি আরও জানান, গত ১ মার্চ থেকে রোববার পর্যন্ত রাজশাহীতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১ হাজার ৫২১ জন। এদের মধ্যে ১৪ দিন পূর্ণ হয়ে যাওয়ায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৫৮ জন। এখন মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৬৩ জন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *