তানোরে খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণ

রাজশাহী লীড
তানোর প্রতিনিধ: রাজশাহীর তানোরে সরকারি খাস সম্পত্তি জবরদখল করে অবৈধভাবে আরসিসি পিলার দিয়ে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রামবাসী বাদি হয়ে উপজেলা সহকারী কমিশনারের।     ( ভুমি) কাছে লিখিত অভিযোগ করেছে।এদিকে অবৈধ স্থাপনা নির্মাণ কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসীর অভিযোগ বড় অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে ইউপি চেযারম্যান আতাউর রহমান ও ভুমি অফিসের নাজির সাহিনুর ও তহসিলদার রাবিউল ইসলাম অবৈধ  স্থাপনা বাড়ি নির্মাণে সহযোগীতা করছে।
অভিযোগে প্রকাশ,উপজেলার বাধাইড় ইউপির হরিশপুর, হরিশপুর মৌজার ১৩২৪ নম্বর দাগে ৭৬ শতক খাস সম্পত্তি রয়েছে। হরিশপুর গ্রামের ইছব আলীর পুত্র সিরাজুল ইসলাম প্রায় ৫০  শতক জমি ধখল করে সেখানে অবৈধ ভাবে আরসিসি পিলার দিয়ে পাকা বাড়ি নির্মাণ করছে। স্থানীয়রা অবৈধ বাড়ি নির্মাণ বন্ধ ও অপসারণের দাবি করে সংশ্লিস্ট বিভাগের উ্ধ্বর্তন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে জানতে চাইলে
বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমানএসব অভিযোগ অস্বীকার করে বলেন,তাদের মানবিক দিক বিবেচনা করে  সেখানে বাড়ি নির্মাণ করতে বলা হয়েছে। এব্যাপারে সিরাজুল ইসলাম বলেন, ভুমি অফিসের নাজির সাহিনুর ও চেয়ারম্যান আতাউর রহমান তাদের বাড়ি  করতে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *