করোনা পরীক্ষার জন্য রামেক হাসপাতালের ১৭ চিকিৎসক-নার্সের নমুনা সংগ্রহ

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: করোনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৭ জন চিকিৎসক ও নার্সের নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে তাদের নমুনার পরীক্ষা চলছে।

এই চিকিৎসক ও নার্সরা সরাসরি করোনা আক্রান্ত এক রোগীর সংস্পর্শে গিয়েছিলেন কোনো ধরনের সুরক্ষা পোশাক ছাড়াই। তাই তাদের কোয়ারেন্টিনে পাঠিয়েছে হাসপাতাল কর্র্তৃপক্ষ। শুধু তারাই নয়, এদের সঙ্গে মিশেছেন এমন আরও ২৫ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

রাজশাহীর সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালে চিকিৎসাধীন এক রোগির করোনা শনাক্ত হয় গত সোমবার। এর আগে ওই রোগি রামেক হাসপাতালে সাধারণভাবেই চার দিন চিকিৎসাধীন ছিলেন। তখন সরাসরি ওই রোগির সংস্পর্শে যাওয়া এবং এরা যাদের সঙ্গে মিশেছেন তাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, কোয়ারেন্টাইনে পাঠানো ৪২ জনের মধ্যে ১৭ জন চিকিৎসক-নার্স সরাসরি আক্রান্ত রোগির সংস্পর্শে গিয়েছিলেন। তাই তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে।

পর্যায়ক্রমে বাকিদেরও নমুনা পরীক্ষা করা হবে। তবে তাদের নমুনা পরীক্ষা করার সময় এখনও আসেনি বলেও জানান হাসপাতালের এই কর্মকর্তা।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *