গোদাগাড়ীর ৩০০ পরিবারের মাঝে বিজিবি’র খাদ্য বিতরণ

রাজশাহী

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীতে দরিদ্র পরিবারের সদস্যদের হাতে খাবার তুলে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বিজিবির গোদাগাড়ী ক্যাম্পের সদস্যরা কয়েকটি গ্রামের প্রায় ৩০০ মানুষের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।

বিজিবির সদস্যদের দেয়া খাবার পেয়ে খুশি অসহায় মানুষগুলো। সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে স্কুল মাঠে সারিবদ্ধ ভাবে লাইনে বসিয়ে এসব খাবার বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল ৬ কেজি, ডাল আধা কেজি, তেল আধা লিটার, সুজি ২৫০ গ্রাম, বিস্কুট ২৫০ গ্রাম, আটা ২ কেজি এবং ৫০০ গ্রাম লবণ।

এগুলো বিতরণের সময় উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ডার (রাজশাহী) কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, কমান্ডিং অফিসার (চাঁপাইনবাবগঞ্জ) লে. কর্নেল মাহাবুবুর রহমান, সুবেদার আব্দুল বারী, নায়েক আহাদ আলী প্রমুখ।

ত্রাণ বিতরণ শেষে কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, বিজিবি সব সময়ই মানুষের কল্যাণে কাজ করে। বিজিবি সব সময়ই দেশের ক্লান্তিকালে মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়িয়েছে। বর্তমানে বাংলাদেশসহ গোটা বিশ্ব ক্রান্তিকাল পার করছে। তাই আপনারা সরকারী সিদ্ধান্তকে অমান্য করে নিজেদের ক্ষতি ডেকে আনবেন না। আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করবেন।

তিনি বলেন, একান্ত জরুরী কাজ ছাড়া কেউ বের হবেন না। নিজের ও পরিবারসহ পুরো সমাজ তথা দেশকে রক্ষা করতে প্রানঘাতি করোনাভাইরাস প্রতিরোধে সকলেই সাবান দিয়ে ভালো করে হাত ধুবেন। পরিস্কার-পরিছন্নতা বজায় রাখবেন। বেশী করে পানি ও ভিটামিন সি জাতীয় খাদ্য খাবেন।

এদিকে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশন ২০ মেট্রিক টন খাদ্যসামগ্রী বিজিবির রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী চারটি উপজেলার মধ্যে বিতরণের জন্য দিয়েছে। এর মধ্যে রোববার পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের ৪০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এর আগে ২৩ ও ২৪ এপ্রিল ২ হাজার পরিবারের মধ্যে এবং ২৫ এপ্রিল ৪০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *