নওগাঁয় তক্ষক প্রাণীসহ ২ জনকে আটক করেছে বিজিবি

রাজশাহী লীড

নওগাঁ প্রতিনিধি: ভারতে পাচারকালে তক্ষক প্রাণীসহ দুজনকে আটক করেছে বিজিবি। বুধবার বিকেলে নওগাঁ-১৬ বিজিবির দেওয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- জেলার সাপাহার উপজেলার করমুডাংগা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে রেজওয়ান (৪৫) ও খঞ্জনপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে নুর নবীকে (৩০)।

বিজিবি জানায়- মঙ্গলবার রাতে জেলার নীতপুর বিওপির সীমান্ত পিলারের পারঘাট এলাকায় অভিযান পরিচালনা করে নুর নবীকে আটক করা। এসময় তার থেকে ৭.৫ ইঞ্চি লম্বা, ৪০ গ্রাম ওজনের ১টি তক্ষক এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আনুমানিক বাজার মূল্য ১০ হাজার থেকে ১২ হাজার টাকা।

আটককৃত আসামীদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্য প্রাণী সংরক্ষণ আইন-২০১২ এর ৩৪ (খ) ধারা মোতাবেক মোঃ নুর নবীকে ৫ হাজার টাকা এবং রেজওয়ানকে ২ হাজার টাকা মিলে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

উদ্ধারকৃত তক্ষকটিকে পোরশা উপজেলা ম্যাজিষ্ট্রেট এবং বন্য প্রাণী সম্পদ কার্যালয়ের প্রতিনিধির উপস্থিতিতে গানাইর রিজার্ভ ফরেষ্টে অবমুক্ত করা হয়েছে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *