দিন দিন রাজশাহীতে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগজুড়ে দিন দিন বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত বিভাগজুড়ে করোনা সংক্রমণ ধরা পড়েছে ১৮৫ জনের। মৃতের সংখ্যা না বাড়লেও গত ২৪ ঘণ্টায় করোনা রোগী বেড়েছে ১০ জন। বাড়েনি সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা।

শুক্রবার (৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসেবে, সবচেয়ে বেশি ৬০ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে নওগাঁয়। বিভাগে করোনার হটস্পট হয়ে ওঠা এই জেলায় গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে সাতজনের। এর আগের ২৪ ঘন্টায় এই জেলায় করোনা ধরা পড়ে চারজনের। প্রায় প্রতিদিনই এই জেলায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত্রের সংখ্যা।

সংক্রমণ বাড়ছে পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জেও। গত ২৪ ঘণ্টায় এই জেলায় আরও তিনজনের করোনা ধরা পড়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ৯ জনের করোনা ধরা পড়ে। সব মিলিয়ে এ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ জন।

গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়নি, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ এবং পাবনা জেলায়। তবে এখন পর্যন্ত বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ জনের করোনা ধরা পড়েছে জয়পুরহাটে। এদের মধ্যে ৩৬ জন হাসপাতালে চিকিৎসাধীন।

এপর্যন্ত ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে বগুড়ায়। এদের ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। বিভাগে এ পর্যন্ত যে আটজন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এদের সাতজনই বগুড়া জেলার বাসিন্দা। সুস্থ হয়ে ঘরে ফেরা বাকি একজন রোগী পাবনার বাসিন্দা। এই জেলায় সবমিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ১২ জনের। রাজশাহীতে করোনা রোগীর সংখ্যা ১৭ জন। এদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন। সূত্র: জাগোনিউজ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *