রাজশাহী বাসীর সূরক্ষায় দিন রাত কাজ করছে নগর পুলিশ

রাজশাহী

স্টাফ রিপোর্টার: রাজশাহীর উপজেলা গুলোতে ভয়াবহ করোনাভাইরাস সংক্রমণ মিললেও এখনো মেলেনি মহানগর এলাকায়। মহানগর বাসীর সূরক্ষায় দিন রাত কাজ করছে নগর পুলিশ। সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও করোনা ঠেকানোর যুদ্ধে সমান তালে এই লড়াই জারি রেখেছে মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট। করোনার সংক্রমণ মোকাবিলায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের মতোই ভূমিকা পালন করছেন পুলিশ সদস্যরা। রাত-দিন এক করে নগরজুড়ে সার্বক্ষণিক দায়িত্বপালন করছে পুলিশ। এতে দিনদিন নগর পুলিশে বাড়ছে করোনার সংক্রমণ ঝুঁকি।

এঅবস্থায়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোঃ হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম এর পক্ষ থেকে আরএমপি‌’র বোয়ালিয়া মডেল থানা এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। যার ধারাবাহিকতায় দিনে এবং রাতে বোয়ালিয়া মডেল থানার সহকারি পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন, অফিসার ইনচার্জ জনাব নিবারণ চন্দ্র বর্মণসহ থানার অন্যান্য অফিসারগণ বোয়ালিয়া মডেল থানা এলাকায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে ।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *