বাগাতিপাড়ায় ৩’শ আনসার-ভিডিপির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

রাজশাহী

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় ৩০০ জন পুরুষ ও মহিলা আনসার ভিডিপি সদস্যদের  মাঝে বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টার দিকে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুদান সামগ্রী বিতরণ করা হয়।

অনুদান সামগ্রী হিসেবে দেওয়া হয়েছে, চাল ৫কেজি, ডাল ১কেজি, আলু ২কেজি, পেঁয়াজ ১কেজি, তেল ১লিটার, লাইফবয় সাবান ১টি ও একটি করে মাক্স।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পাল, আনসার-ভিডিপি জেলা কমান্ডেন্ট মোঃ শফিকুল আলম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার ঘোষ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিন, বাগাতিপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-আফতাব খান সুইট প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা কমান্ডেন্ট মোঃ শফিকুল আলম জানান, করোনার প্রভাবে যেসকল আনসার ভিডিপি অসহায় হয়ে পরেছে তাদের জন্য আনসার ভিডিপির মহা পরিচালক কর্তৃক প্রেরিত অনুদান সামগ্রী সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় ১৫০ জন পুরুষ এবং ১৫০ জন মহিলা সদস্যদের মাঝে বিতরণ করা হচ্ছে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *