করোনার দূর্যোগের সময় অযথা ঘুরাঘুরি বন্ধে তৎপর পুলিশ, ৬ জনের বিরুদ্ধে মামলা 

রাজশাহী
নাটোর প্রতিনিধিঃ  করোনার দূর্যোগকালীন অবস্থায় অযথা যারা মোটরযান নিয়ে চলাচল করছে তাদের রোধে তৎপর নাটোরের বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। এবং চেকপোস্ট বসিয়ে দেওয়া হচ্ছে মামলা।
আজ শুক্রবার (১৫ মে) সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত উপজেলার তমালতলা, মালঞ্চি, দয়ারামপুরের মতো গুরুত্বপূর্ণ বাজারে এই চেকপোস্ট বসানো হয়।
থানার এস অাই অাকরাম হোসেন ও এস আই রিপন এই চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেন। এসময় প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় ৬ জনের বিরুদ্ধে দেওয়া হয়।
এস আই আকরাম হোসেন বলেন, এই মহামারির সময় যারা মোটরসাইকেল নিয়ে অযথা বাহিরে ঘুরাঘুরি করে এবং যাদের সাথে প্রয়োজনীয় কাগজ পত্র নেই তাদের বিরুদ্ধে এই চেকপোস্ট।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক বলেন, করোনা মোকাবিলায় তৎপর আছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। এই সংকটের সময় যারা বাহির থেকে আসছে এবং মোটরসাইকেল ব্যাবহারের সময় প্রয়োজনীয় কাগজ পত্র সাথে করে আনছেন না তাদের বিরুদ্ধে চেকপোস্ট বসিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *