জিআইজেডের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার:
জিআইজেডের আরবান ম্যানেজমেন্ট মাইগ্রেসন এন্ড লিভলিহুড (ইউএমএমএল) প্রকল্পের আওতায় ‘স্টেক হোল্ডার কনসালটেশন এন্ড ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্টেসন অব কমিউনিকেশন এন্ড ভিজিবিলিটি প্লান’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ। সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভা কক্ষে বাংলাদেশ সেন্টার ফর এডভান্স স্টাডিজ (বিসিএএস) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

কর্মশালায় রাজশাহী মহানগরীতে বস্তিবাসীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করায় জিআইজেডের উদ্যোককে স্বাগত জানান মেয়র। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে গঠিত তহবিল হতে সহায়তা প্রদানের আহবান জানান তিনি। কর্মশালায় নগরীর পরিবেশ উন্নয়ন, দরিদ্রদের জীবনমান উন্নয়ন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব রোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

রাসিকের প্যানেল মেয়র-৩ ও ১নং ওয়ার্ড সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ তাহেরা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিন আরা খাতুন, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ মাজেদা বেগম, ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ লাইলী বেগম, বাংলাদেশ সেন্টার ফর এডভান্স স্টাডিজ এর ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন এক্সপার্ট ড. দ্বীজেন মল্লিক, মনিটরিং এন্ড এভুলেশন অফিসার আব্দুস সালাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

রাসিকের নির্বাহী প্রকৌশলী মোঃ নূর ইসলাম তুষারের সঞ্চালনায় কর্মশালায় রাসিকের সংরক্ষিত আসনের কাউন্সিলর, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *