কলেজ কর্মচারীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান

রাজশাহী লীড শিক্ষা

স্টাফ রিপোর্টার: অবসরপ্রাপ্ত সরকারী কলেজ শিক্ষক সমিতি রাজশাহীর নগরীর বিভিন্ন কলেজের সাময়িক, মাষ্টাররোল কর্মচারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে ২৫৭ জন কর্মচারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মচারীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহীর অবসরপ্রাপ্ত সরকারী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও অবসরপ্রাপ্ত রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ তানবিরুল আলম।

এসময় অবসরপ্রাপ্ত সরকারী কলেজ শিক্ষক সমিতি রাজশাহীর সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ হোসেন প্রামানিকসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমানে মরণঘাতী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। করোনার সংক্রমন রোধে কর্মহীন হয়ে পড়েছে অনেকেই। তাদের কথা চিন্তা করেই আর্থিক সহযোগীতাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

তবে সমাজের সকল বিত্তবানরা যদি অসহায়দের সাহায্যার্থে এগিয়ে আসেন তাহলে কর্মহীন, দরিদ্র ও অসহায় ব্যক্তিদের এক বেলাও না খেয়ে থাকতে হবে না। সেজন্য অসহায়দের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান।

এসময় উপস্থিত সকল কর্মচারীদের করোনা ভাইরাস রোধে সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন, পাশাপাশি সাবান অথবা সেনিটাইজার দিয়ে হাত ধোয়ার এবং মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন অধ্যক্ষ হবিবুর রহমান।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *