রাজশাহী মহানগর পুলিশের পক্ষথেকে ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

রাজশাহী

প্রেস রিলিজ: দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তারের কারণে চলমান সাধারণ ছুটিতে কর্মহীন হয়ে পড়া মানুষজন এবং সমাজের গরীব, অসহায়, দুস্থ, প্রতিবন্ধীদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ।

এরই ধারাবাহিকতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সুযোগ্য পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনার আলোকে অদ্য ইং ১৮/০৫/২০২০ তারিখ জনাব মোঃ হাতেম আলী, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা বিভাগ), জনাব মোঃ তানভীর হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা বিভাগ), জনাব উৎপল কুমার চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা বিভাগ) মহোদয়দের উদ্যেগে ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে ত্রান সামগ্রী বিতরণের জন্য কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (কচটঝ), লক্ষীপুর ভাটাপাড়া এর সভাপতি জনাব মোঃ সোহেল রানা এর কাছে জনাব মোঃ মাজহারুল ইসলাম, অফিসার ইনচার্জ, দামকুড়া থানা, আরএমপি, রাজশাহী ত্রান সামগ্রী হস্তান্তর করেন।

রাজশাহী মহানগরীর বিভিন্ন শ্রেনী পেশার দুস্থ জনগণদের মাঝে পুলিশ কমিশনার মহোদয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *