চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসকসহ চার স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

রাজশাহী লীড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সদর হাসপাতালে একজন জরুরি চিকিৎসা কর্মকর্তা ও তিনজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (স্যাকমো) করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। এঁদের মধ্যে দুজন স্যাকমোকে আজ মঙ্গলবার হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাদিম সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার তিনজন স্যাকমো ও আজ একজন জরুরি চিকিৎসা কর্মকর্তার করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ার প্রতিবেদন পাওয়া গেছে। তাঁদের নমুনা পাঠানোর ৯–১০ দিন পরে রিপোর্ট পাওয়া গেছে। ইতিমধ্যে তাঁরা আরও অনেকের সংস্পর্শে এসেছেন। এতে করে হাসপাতালের আরও অনেক চিকিৎসা কর্মকর্তা, স্বাস্থ্যকর্মীসহ চিকিৎসা নিতে আসা অনেক রোগীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ইতিমধ্যে সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তাসহ ৩৫ জনের নমুনা পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এঁদের মধ্যে অনেকের করোনা পজিটিভ শনাক্ত হতে পারে। শেষ পর্যন্ত সদর হাসপাতালই লকডাউন হয়ে যায় কি না, এই আশঙ্কা দেখা দিয়েছে।

 

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *