নাটোরে ধান মাড়াই মেশিনের নিচে চাপা পড়ে এক স্কুল ছত্র নিহত 

রাজশাহী লীড
আল-আফতাব খান সুইট, নাটোর: নাটোরের বড়াইগ্রামে ধান মাড়াই (ভুত মেশিন)  মেশিনের নিচে চাপা পড়ে পিয়াস হোসেন (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৬ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে ধান মাড়াই করার  জন্য  ভুত মেশিন নিয়ে ভিটা  পিয়াসসহ আরো দুইজন কাজিপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথের মধ্যে চামটা বিলের ব্রিজে উঠার সময় বহনযোগ্য ধান মাড়াই করার মেশিন (ভুত মেশিন) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পরে যায়। সেসময় বাঁচার জন্য পিয়াস এবং মেশিনে থাকা আরো দুইজন মেশিন থেকে লাফিয়ে পড়লেও মেশিন টি উল্টে পিয়াসের শরীরের  উপর পড়ে।
নিহত পিয়াস হোসেন উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা সরকার পাড়া গ্রামের খলিল হোসেনের ছেলে ও জোনাইল এম এল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।
পরিবারের অন্যান্য সদস্যরা জানান, আহত অবস্থায় পিয়াসকে জোনাইল শাফি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু রামেক এ নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *