নতুন আরও ১২০ জনের হাতে ওএমএস কার্ড তুলে দেন কাউন্সিলর আব্দুল মমিন

রাজশাহী

স্টাফ রিপোর্টার: নভেল করোনা (কোভিট-১৯) বৈশ্বিক মহামারী দুর্যোগ মোকাবেলায় নিন্ম আয়ের মানুষের মাঝে ১০(দশ) টাকা কেজি দরে ৪৮০জন কার্ডধারীদের মধ্যে ১০ টাকা দরের চাল বিক্রির কার্ড বিতরণ করেছিলেন ১৩ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আব্দুল মমিন। সেই কর্মসূচির অংশ হিসেবে নতুন আরও ১২০ জন ব্যাক্তির মাঝে ১০ টাকা কেজিতে চাল ক্রয়ের জন্য ওএমএস কার্ড বিতরণ করলেন তিনি।

বৈশ্বিক মহামারী দুর্যোগ মোকাবেলায় নিন্ম আয়ের মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় আজ ২৮ মে ২০২০ রোজ বৃহস্পতিবার সকালে ওয়ার্ড কার্যালয়ে ওএমএস এর কার্ড বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মোঃ আব্দুল মমিন।

সামাজিক দূরত্ব বজায় রেখে নারী ও পুরুষ আলাদা ভাবে লাইনে দাঁড়িয়ে নিজ নিজ কার্ড গ্রহন করেন । এ সময় উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড কার্যালয়ের সচিব সাখাওয়াত হোসেন সুমন সহ অনেকে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *