‘আপনাদের অভিযোগ থাকলে বলুন’ মতবিনিময় সভায় “লিটন কুমার সাহা”

রাজশাহী
নাটোর প্রতিনিধিঃ নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা আম চাষী ও ব্যাবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের অভিযোগ থাকলে বলুন আমরা আপনাদের পাশে আছি। আম নিয়ে চাঁদাবাজি, পরিবহন সমস্যা সহ যেকোন ধরনের বাধা শক্ত হাতে দমন করা হবে।
আজ রবিবার (৭ জুন) বড়াইগ্রামের আহম্মেদপুরে আমের নিরাপদ উৎপাদন, আহরণ ও সুষ্ঠু বাজারজাতকরণের লক্ষ্যে উৎপাদনকারী এবং ব্যবসায়ীদের সাথে বিশেষ মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
রবিবার বেলা ১২টার দিকে নাটোর আহম্মেদপুর বাজার আম ব্যবসায়ী, আড়ৎদার ও আমবাগানীদের সাথে বর্তমান করোনা কালিন পরিস্থিতে নিরাপদ আম উৎপাদন, ব্যবসা ও বাজারজাত করনে চ্যালেঞ্জ এবং করোনিও বিষয়ে একবিশেষ মতবিনিময় সভায় করেন নাটোর জেলা পুলিশ প্রধান লিটন কুমার সাহা পিপিএম।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার সহ আমবাগানীরা, আড়ৎদার ও ব্যবসায়ী।
মতবিনিময় শেষে পুলিশ সুপার লিটন কুমার সাহা আহম্মদপুর বাজারে একটি অস্থায়ী পুলিশ বক্স উদ্বোধন করেন।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *