বাগমারায় জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে  আহত ২

রাজশাহী

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বানাইপুর(তলহারা)গ্রামের আসকান আলী সরদারের ছেলে রফিকুল ইসলামের (৬৫) জমি জোরপূর্বক দখল করে একই গ্রামের করিমের ছেলে মুনতাজ ও কাজিম উদ্দিনের ছেলে জাফর আলী।

বৃহস্পতিবার সকালে রফিকুল ইসলাম মাঠে তার পাটক্ষেতে কাজ করতে গিয়ে দেখে তার অন্য আরেকটি নিজ দখলীয় জমিতে একই গ্রামের করিমের ছেলে মুনতাজ ও কাজিম উদ্দিনের জাফর আলী জোরপূর্বক হালচাষ করছে।এমন সময় রফিক ও তার ছেলে জিল্লুর রহমান(৩২) হালচাষে বাধা দিলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র কোদাল,দা,হাসুয়া দিয়ে এলোপাথাড়ি ভাবে তাদের মারপিট করে। এবং রফিকের মাথায় তারা হাসুয়া দিয়ে কোপ মারে।বর্তমানে রফিকুল ইসলাম রফিক বাগমারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

নিউজটি লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।এবিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি)আতাউর রহমানের সাথে কথা বললে তিনি বলেন এ বিষয়ে কোন অভিযোগ আসলে বিষয়টি তদন্ত করে দেখে আইনগত ব্যবস্থা নিবো।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *