নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছ ব্যবসায়ী নিহত

রাজশাহী লীড
আল-আফতাব খান সুইট, নাটোর: নাটোরের সিংড়ায় পুকুরে জলমোটরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল মমিন (৩৫) নামে এক মাছ চাষী নিহত হয়েছেন।এসময় তাকে রক্ষা করতে গিয়ে বেলাল হোসেন (৩৫) নামে অপর এক মাছ চাষী আহত হন। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যার পর উপজেলার  ডাহিয়া ইউনিয়নের বিয়াস বাবুপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মমিন গাড়াবাড়ি গ্রামের লইমুদ্দিনের ছেলে।  আহত বেলাল চিকিৎসাধীন রয়েছেন।সে গাড়া বাড়ি গ্রামের রমজানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নুর এ আলম সিদ্দিকী জানান, বিয়াস বাবু পাড়া গ্রামে পুকুর লিজ নিয়ে আব্দুল মমিন ও বেলাল মাছ চাষ করে আসছিলেন। প্রতি দিনের মত মঙ্গলবার সন্ধ্যার দিকে তারা দু’জন পুকুরের পানি পরিস্কার (রিফ্রেস) করার জন্য জলমটর চালু করতে যান। এসময় অসাবধানতাবশতঃ হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল মমিন মারা যান। এসময় আহত হন বেলাল হোসেন।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *